চারিদিক সমুদ্র প্রায়- নেই কোন পারাপার
একটু খানি সবুজ দ্বীপ বেঁচে থাকার মতো;
নয়তো বা জীবনের শেষ সম্বলহারা ফকিরের মতো।


আমি একটি মানুষ মাত্র জীবনের কোনো ঠিকানায় এসে, ভালোবেসে-
একটি গান গাইবো বলে দীর্ঘ প্রতিক্ষায়-
বাতাসে বাতাসে আসে অনেক কিছু- মর্ম্মান্তিক বেদনার ইতিহাস;
আরো অনেক কিছু ত্রাসভরা জীবনের জয়ধ্বনি।
ধীর সংযতে পা ফেলি, একটু একটু হাসি আর
বেদনার নগ্নদ্বীপ পেরিয়ে; সবুজ দ্বীপে আসি।
অনেকে বলে- তুমি যেওনা, সবুজ দ্বীপ বহুদূর-
চারিদিক সমুদ্র প্রায়- তুমি হারি যাবে।


একটু একটু পা ফেলি- আঁধার আছে-
আলো হারিয়ে যাচ্ছে ক্রমাগত।
আলোর পিছনে ছুটতে ছুটতে ধুঁকছে মানুষের দল
চলন্ত ট্রেনের মতো ঝাঁপিয়ে পড়ছে,
জীবনের সফলতায়-
আশা ভরা প্রান নিয়ে পিছলে পড়ছে, তবুও ছুটছে
একটু একটু হাসছে, শেষে ব্যথাভরা প্রান নিয়ে
কান্নার আবরনে নিজেকে লুকিয়ে দোস যাওয়া
নৌকার যাত্রীর মতো নিজেকে ভালোবাসছে।


চলো- সবেগে চলো, পিঠে আছে প্রানভরা
ভালোবাসার বস্তা।
তাতে আছে মানুষকে ভালোবাসার স্বপ্ন-
আর স্বপ্নের ভিতর শুধু ধোঁয়াশা-
যষ্ঠি ধরা বৃদ্ধের মতো নিস্ফল সাফল্যের
জীবনের সবুজ দ্বীপ- হ্যঁ সবুজ দ্বীপ।