শিশিরের গন্ধে হঠাৎ চিৎকার করে
চোখ চেয়ে দেখে কলকাতার সকালে
কোথাও নেই কোনো শিশিরের কনা


শুধু চারিদিকে আঁশটে রক্তের ফোটা
কেরিব‍্যাগে মুখ থুপড়ে পড়ে ফুটপাতে
আর জেগে আছে অগনন মৃত দুর্বার কান্না..


দুঃস্বপ্নে দেখা দেয় চোখে সবুজ প্রকৃতি
শৈশবের অপার শিশিরে ঢাকা পৃথিবী।


সদ‍্যজাত তৃনদলের বুকের যে যন্ত্রনা-
কলকাতার নবজাতকের বুকে তারই কন্না।