নীলা তোমার নীল শাড়ীর স্পর্শটা
এখনো লেগে আছে আমার সারাদেহে-
সন্ধ‍্যার আকাশ চোখ খুলে দেখি
দুচোখ ভরে গেছে সব নীলিমার রঙে।


কল্পিত প্রেম অজস্র পাতার ডাইরিতে
তখন লিখে দিতে চায় তোমাকে
চূড়ি হাতের নরম রোমহর্ষ ছোঁয়ার
অনন‍্য অনুভূতির আকাশটাকে।


কল্পনার সীমারেখা পার করে
তখন সন্ধ‍্যার স্পষ্ট ছায়া
ঢেকে দেয় নীলিম রাজ‍্যের
এই সব ব‍্যর্থতার ভাবনা।


নিকোটিনের ধোয়া কূন্ডলিকার মতো
মুখ ফিরিয়ে নিয়ে যায়-
ঘন অন্ধকারের অনীল বাস্তবতার
প্রেম স্পর্শহীন নির্জনতায়।