সূফিয়া হৃদয় ব‍্যাকূলতার স্পষ্ট প্রেম পরিসরে
ঊজ্জ্বল নক্ষত্র হয়ে আর থেকোনা
প্রনয় কে এতটা গভীর করে
এই সময়ের মাঝে বাস্তবতা ভূলে যেওনা।


তোমার পৃথিবীর পরে আমার পৃথিবীর
জঘন‍্য ঘৃনার উদ‍্যত আস্ফালন
নয় সে বুদবুদের মতো সহসা বিলীন
নদীজলের পূনরায় স্থির আলোড়ন।


অগনন শতাব্দীর কোলে বসে কেঁদেছে
অসহ‍্য যন্ত্রনায় আমার ইচ্ছা
আমার পৃথিবী চায়না তোমাকে
তুমি ভূল বুঝো না সূফিয়া।


এই গ্রহ ছেড়ে অন‍্য গ্রহের
তুমি নও কোনো জীব- আমিও- নেই ভিন্নতা
তবু ক্লেশলীপ্ত সমাজের চোখ
তোমাকে চায় না সূফিয়া।