সুন্দর ছিল আলোর প‌থিবী
                          কৃষ্ণচূড়ার ডালে
কালোর আকাশ গ্রাস করেছে
                         রঙিন লাল ফুলে।


সুন্দর ছিল আলোর পৃথিবী
                       আমন ধানের শীষে
সন্ধ‍্যে আকাশ গ্রাস করেছে
                       সোনালী গেছে মিশে।া


সুন্দর ছিল আলোর পৃথিবী
                        ঘাসফড়িঙের ডানায়
সূর্য্য হীনে অন্ধ হয়ে
                     লুকিয়ে গেছে কোথায়।


সুন্দর ছিল আলোর পৃথিবী
                      মেঠো মধুরবংশি সুরে
রবির কর অস্ত গেছে
                   রাখালের বাঁশি স্তব্ধ করে।


সুন্দর ছিল আলোর পৃথিবী
                        পল্লি বধূর কলসিতে
দিনের আলো শেষ হয়েছে
                        দীঘীর সড়ক শূন‍্যতাতে।


সুন্দর ছিল আলোর পৃথিবী
                       নানা পাখির কুহূতানে
দিনের পরে রাত এনেছে
                       গুঞ্জনহীন বনবিতানে।