সেদিনের পর আমি একা
         আমার সঙ্গি এখন তার যবনীকা।


অল্পদামের পন্যের মতো
                       নগ্নতায় মুখ ঢাকায়
আমার সেদিনের মিথ‍্যে
                     প্রেমের  স্বপ্নসীমায়।


বৃষ্টিশূন‍্য সারা মাস উড়ে উড়ে গেছে দিন
অতৃপ্ত বুক চাতকের তৃষ্ণায় হয়েছে ক্ষীন।


এখন শুধুই কুরে কুরে খায়
                           রিক্ত পরাভব শূন‍্যতা
ফেলে আসা জীবনের
                           পাতায় পাতায় অপূর্নতা।


আজ শুধু সুপ্ত বেদনার
                            অশ্রু ঝরনা ঝরে-
মনিকোঠার ধূষর ক‍্যানভাসে
                     পান্ডুলিপিরা খেলা করে।