যে নাম ছিল খুবই জানা
আজ সে বড়ই অচেনা.....
চেনা মানুষের মুখের আদলে গড়া
তাই বুঝি আমার সুপর্না....


বুকে জমা আঁধারের মাঝে ডাকি
বড় তৃষ্ণায় পূর্নিমা...
হাজার তারার মাঝে তবু
চেনা চাঁদটাই আলো দিচ্ছে না.....
তারাদের ভিড়ে চূপ করে থাকা
চেনা চাঁদটাই বুঝি আমার সুপর্না...


হেডফোন কানে দিয়ে
পুরানো রেকডিং এ যন্ত্রনা
চেনা স্বরে বুক ফেটে গেলেও
মন তাও মুছে ফেলছে না...
হেড ফোন কানে রেকডিং এ থাকা
চেনা স্বরটাই বুঝি আমার সুপর্না...



গীতিকবিতা