এক দুর্ভিক্ষ দুপুরে
ফেলে এসেছি তারে।


কখনো বা সে উ‌ঁকিদেয়
উল্লাসে হাত বাড়ায়।
ডেকে নেয় আমাকে
বহুদূর-স্বপ্ননীড়ে।


শৈশব কিশোর যৌবন
লীন হয়েছে কত জীবন।
সংসার সমুদ্র স্রোতে
ভূলেগেছি তাকে।


কখনো লালসায় হাতবাড়ায়
সহসা ছোঁয়া পেতে চাই-
অভাব অভিযোগের আলিঙ্গন
মুছে দেয় সেই সব ক্ষণ।


জানি না কবে ফিরবে সেই দিন
থাকবেনা কোনো ঋণ-
ক্ষুধা বেদনার কান্না মুছে যাবে
গোপন স্বপ্ন সরাহা পাবে।


সেদিন ফেরাবো তারে
দুর্ভিক্ষের অবসান ভোরে।