ঢের দিন বেঁচে থেকে নরনারী
অমৃতের স্বাদ পেয়ে হৃদয়ে-
অনন্ত পথ দিতে চায় পাড়ি।


বিস্ময়ের আলোড়ন ফেলে
কর মুষ্ঠিতে আবদ্ধ করতে চায়-
তার জীবনের শেষ শক্তি ঢেলে
আকাশ প্রতিম অগনন তারার চাহিদায়।


ঢের দিন বেঁচে থেকে নরনারী
তাদের শরীরের স্বাদে;পার্থিব আয়োজনে
অমৃতের খোঁজ পেয়ে যায় কোনো এক রাতে।


আর অনন্ত তৃপ্তির মজলিসে-
নারীর শরীরের গন্ধে- পুরুষের মদের গ্লাসে
অন্তহীন পথ হেটে ক্লান্তশ্বাষ মেখে
চলতেই থাকে অমৃতের খোঁজে....


তারপর ঢের দিন বেঁচে থেকে
কচ্ছবের স্লথ সীমিত সংকীর্ন
অতীত ঘেঁটে...
নির্দিষ্ট কিছু মাইল হেটে
তারা ঘুমিয়ে যায় -
পরবর্তী মাইলস্টোনের আসায়।