চলে গেছো তুমি অনেক দূরে
স্বপ্ন গুলো আমার সঙ্গে নিয়ে।
আমার এ পথ তাই থমকে দাড়ায়
জীবনের বড়ো বিষন্নতায়।


তুমিহীনা জমি যেন মরুভূমি
সুখেরো চাষ আর হবে না যানী,
চারিদিকে শুধু তপ্ত বালী
আজ পৃথিবীটা বড়োই খালি।


যেদিকে তাকাই, দেখতে না পাই
রাত তো কাটাই, দিন তো কাটাই-
চলে গেছো তুমি অনেক দূরে-
আমি তাই ছাঁই- যাতনার অনলে পুড়ে।


কখনো যদি আসো ফিরে
দেখবে আমি নেই সে ঘরে
স্বপ্ন গুলো তখন সবই শবে
মরে গেছে তারা সেই তো কবে।


তোমার..... অনেক দূরে....।