মা,
তুমি কি আগের মত একা একা বিকেলবেলা পায়েশ রাঁধো?
তারপর ফ্রিজে রাখতে ভুলে যাও?
পায়েশে কিসমিস দিতে মনে থাকেতো?
মোবাইলে পয়সা ফুরিয়ে গেলে খবর থাকে না,
তাই না মা?


মা, যতই দিন যাচ্ছে তোমার এলোমেলোতা বাড়ছে
অথচ তুমি চাও আমি একটু গোছানো হই।
কিন্তু মা, বিজ্ঞানের সব দর্শনতো আর ভুল হতে পারে না।
আমরা ধীরে ধীরে তাপগতীয় সাম্যাবস্থার দিকে এগিয়ে যাচ্ছি,
এটাই সত্য,
তাই তোমার এলোমেলোতা বাড়িয়ে
আমার গুছিয়ে উঠবার কোনো দরকার নেই।


আচ্ছা মা, তুমি কি "Infinity Monkey Theory" পড়েছ?
পড়লে বুঝতে,
আমাকে নিয়ে তোমার অত ভাবনার কিছু নেই।
কালের বিবর্তনে একসময় আমিও হয়ত
একটা বড় কিছু করে ফেলতে পারি,
ও' আরেকটা কথা, তোমাকে আজ অবধি বলা হয়নি-
"মা, তোমাকে ভালবাসি"