শূন্যের মাঝে জন্মেছিল এক সূর্য
মানুষের বুকে দিয়েছিল যে  অসীম এক রণ তূর্য
সে যে বঙ্গবন্ধু।
তোমার উদ্দেশ্যে  সহস্র পুষ্পের জন্ম নেওয়া,
বাংলার হৃদয়ে  স্বাধীনতার জন্ম  দেওয়া।
সে যে বঙ্গবন্ধু।
বজ্রকন্ঠ  তোমার হৃদয়ে বাজে,
সেই ধ্বনিতেই তাল মিলিয়ে গর্জে ওঠে।
বঙ্গবন্ধু,
তোমার জন্য শ্রদ্ধার মালা শিশিরে ঢেকে,
উজ্জ্বল সূর্য আকাশে উঠে।
বঙ্গবন্ধু,
হয়তো তুমি থাকলে ভালোবাসাই বাংলার আত্মা ভরিত
চিরকাল এ দেশ  শির উঁচু করিয়া চলিত।।
সে বঙ্গবন্ধু,
আজও তুমি বাংলার বুকে চির সবুজ
তাই এই মহানদিনে নিবেদন করি ভালোবাসা নামক শ্রেষ্ঠ মুকুট