তোমার হাতের লেখাগুলো এখনও উজ্জ্বল
মনে হচ্চে, এই সদ্য লেখার পর ...
চলে গেছো এঘর থেকে ওঘরে
এখনও ঝর্ণা কলমে উষ্ণতা...
পাতার পর পাতা উল্টে দ্রুত দিন পরিবর্তন।
কে এসেছিল কে চলে গেল
কার নতুন আগমনে শঙ্খ বেজেছিল
কার খবর পাওয়াতে কান্নার সাগরে দুলেছিল স...ব


যেদিন তোমার ছুটি হোল
কলম বন্ধ হয়ে গেল চিরতরে...
কলমের নিবে সেকি ভয়ানক তৃষ্ণা! কেউ শোনেনি।
কেউ দেখেনি সেই দিনলিপি সেই কলম
তোমার পরমবন্ধু সাথী মুখ লুকাল সবার অন্তরালে।
মনে মনে খুঁজেছি; পাইনি হয়তো এক পৃথিবী অভিমান।


আজ সক্কালবেলা এসেছে ফেরিওয়ালা
তার পারিবারিক ভুখ মিটাতে আমার দুয়ারে,
পূরানো যা'কিছু আছে অতীতের অন্ধকার খুঁড়ে আমায় দিন...
তখনি, তোমার পরমবন্ধু সাথীদের খুঁজে ওর ঝুড়িতে দিলাম।
ওরা মুক্তি চেয়েছিল... দিলাম চোখের জলে বিদায়।
ফেরিওয়ালা শুধু বলে গেল-''আপনি কিন্ত একাদশী করবেন'।''