একুশ আসুক এই হৃদয়ে
একুশ আজ বসন্তকাল ।
একুশ জাগুক পলাশ ফুলে
একুশ থাকুক চিরটাকাল।


আয়রে ছুটে ভোরের ফুল, ডাক দিয়েছে আকাশ
আয়রে ফেলে হাতের লাঠি, ডাকছে ফাগুন বাতাস।
এখানেতে দারুন মজা, নেই এখানে করের বোঝা
জীর্ণ পাতা যাবেই ঝরে, ইচ্ছে হলেই রাজা সাজা।


একুশ আসুক এই হৃদয়ে
একুশ আজ বসন্তকাল ।
একুশ জাগুক পলাশ ফুলে
একুশ থাকুক চিরটাকাল।


আশি ছুঁই ছুঁই বলছে যারা, সংখ্যা জানেনা ওরা।
আমরা খুঁজি কিশোরবেলা, ঘরেই থাকুক ওরা।
ভালো লাগে এখনো বৃষ্টি, সবুজ রেখেছি দৃষ্টি
এখানে অসুখ পাত্তা পায়না, এই আমাদের কৃষ্টি।।


একুশ আসুক এই হৃদয়ে
একুশ আজ বসন্তকাল ।
একুশ জাগুক পলাশ ফুলে
একুশ থাকুক চিরটাকাল।


ফুল ফুটেছে কৃষ্ণচূড়া, লুকিয়ে কোয়েল ডাকছে ওই
আবীরে আজ খুশির ঢেউ, গানে তুফান তুলবে কেউ।
স্মৃতির ঘরে কিশোরবেলা, দারুন হবে রঙের খেলা
আজ প্রভাতী'র এমন দিনে,প্রজাপতির মিলনমেলা ।