আজ আর তোমাকে সময় দেবনা।
সেইরকম হলে হাতটা ছেড়ে দেবো ।
ভিড়ের ভিতর নতুন করে খুজবোনা ।
আজ নিজের জন্য সময় করে নেব ।


যেতে যেতে পথে ভিক্টোরিয়ার পরী
হাতছানি দিয়ে ডেকে বলবে এসো
দুদণ্ড বোসো পাতাঝরা গাছের নিচে
তোমরা এলে একাকীত্ব  থাকেনা ।


আজ যে আমার সত্যি সময় নেই
আজ সকাল থেকে জল স্পর্শ না
আজ গরম চায়ের কাপে চুমুক না
আজ কঠিন পরীক্ষা বাইপাসধারে ।


আবার আসব ওই নন্দন চত্তরে
বসে মুখমুখী অনেক কথা গল্পতে
বসন্ত বাতাসে হাসি মিশে যাবে
প্রতিশ্রুতি করবো সাথে থাকবো ।