এখন হারিয়ে যাও ফুরিয়ে যাও
পুজোর ধুপের মতন বিলীন হও;
কোন নদীর মতন হারিয়ে যাও
বুনো ফুলের মতন ঝরে যাও ।


ভঙ্গুর কোন এক বাঁশের সাঁকোয়
হয়তো আবার ঠিক খুঁজে নেবো ;
হয়তো দীর্ঘ পথের শেষ বাঁকে
হটাত বৃষ্টি ভেজায় দেখতে পাবো ।


মজে যাওয়া নদীর কোন নুড়িতে
হয়তো  আঁকিবুকি রেখে গেছো।
লজ্জাবতীর পাতা ছুঁয়ে দেখবো
নতুন ঠিকানা বুঝি রেখে গেছো ।


বটের ঝুড়ি যেমন মাটি ছুঁয়ে নেয়
একদিন আমিও ঠিক ছুঁয়ে দেবো।
একটু একটু ছায়ারা ঘিরে ধরবে
মনের গভীরে শিকড় মেলে যাবো ।


অজানাকে জানতে রাত গভীর হবে
অচেনাকে নতুন করে চিনে নেবো ;
ফল্গুধারায় তখন আমরা নতুন জুটি
ঠোট ছুঁয়ে চোখেতে চোখ রাখবো ।