রাত্রি এখন অনেক হোল
     খুকি ঘরে ফিরে আয়।
বারে বারে রাস্তা দেখি
এই বুঝি তুই মা বলে ডাক দিলি।
পরান আমার এখন করুন সুরে গাই।
আয় খুকি আয়, ঘরে ফিরে আয়।


সন্ধ্যে প্রদীপ কখন নিভে গেছে,
রাস্তা ঘাটে নির্জনতার ভিড়;
বটতলার পাখীরা কখন ঘুমিয়ে গেছে।
ঝোপে ঝাড়ে ঝিঁঝিঁর ঐক্যতান।
মায়ের মন কূ-ডাক ডেকে যায়।
      খুকি ঘরে ফিরে আয়।


গৃহস্থালিতে মন লাগেনা
তোর শেষকথাটাই বুকে বাজে।
''এই যাচ্ছি, এই আসব ফিরে।''
নদীর স্রোতের মতো সময় বয়ে যায় ।
তারার চোখে ঘুম নেমেছে,
মায়ের দুচোখেতে ঘুম নাই।
খুকি ঘরে ফিরে আয়।


বুকের ভিতর সাগর উথাল পাথাল।
ফুলের বাগান করে ছারখার,
      একটা মত্ত দাঁতাল ঝড়।
মৃত্যুর মত স্তব্দ যে তোর মুঠোফোন।
কি যে করি আর কী করিনা
কূলকিনারা কিচ্ছু ভেবে না পাই।
খুকি আমার ফিরে আয়।