তুমি না এলে বঞ্চিত হই।
তা যদি বুঝতে মাঝে মাঝে
এখানে চলে আসতে পথ ভুল করে।
তোমার পলাশ ভাল লাগে
তাই রক্ত পলাশ ফুটিয়ে রেখেছি
ঝরে পড়তে দিইনি বিকেলের রোদ্দুরে।
আর একটা কথা বলি
তোমার বকুল গাছে পাখীর বাসা
মাঝে মাঝে কোকিল আসে ডাক দেয়।
ইছামতী এখন পূর্ণযৌবনা
একটা একটা করে মুক্ত করেছি
পানার দৌরাত্ম্য। ভাসিয়ে দিয়েছি ডিঙ্গা।
আর একটা কথায় শেষ করি
ফেলে আসা জীবনের কথা কবিতা
মেঘ বৃষ্টি রোদ্দুরে,
এখন জোনাকির আনাগোনা।



*** আজকের কবিতা কবি রামবাবু সেনের নামে উৎসর্গ করা হোল।