মা দুর্গা এটা কি করছিস !
সুদুর কৈলাস থেকে নেমে এসেছিস ।
যে কটা দিন থাকবি আমরা আনন্দ করব ।
যারা সারাবছর দেশ ছেড়ে অনত্র থাকতে বাধ্য হয় ।
তোকে ঘিরে জ্বালা যন্ত্রণা ভুলে থাকতে চাই ।


কেন বলছি বল দেখি ।
অরুনবাবুর সাথে বরুণ বাবুর দ্বন্দ লেগেই আছে ।
কেউ কাউকে ছেড়ে কথা বলছেনা ।
সুযোগ পেলে ভিজিয়ে দেয় বরুনবাবু
কাঁহাতক অরুনবাবু তেজদীপ্ত থাকবেন শুখাতে।


এমনিতেই সারাবছর ওরা খুব দুঃখী থাকে
তোকে দেখতে যে ঢল নামে শহর গ্রামে
কত আলো সেই আলোতে চোখ ঝলসে যায় ।
অন্ধকারে থাকেতো ! তাইতো আলো ভালো লাগে ।
যার যা আছে নতুন পরে আনন্দ করতে চায় ।


একটা কিছু কর দুর্গা ।
তুই নাকি অসুরবিনাশিনী ! তুই নাকি বিপদনাশিনী !
দেবতারা যদি অসুরের মতন কাজ কর্মে লিপ্ত থাকে ।
আলোচনা করে সমস্যার সমাধান করে দে ।
আর তা নাহলে ত্রিশুলটা আবার উঁচিয়ে ধর ।