দাঁতের ফাঁকে লেগে থাকা
গতকাল রাতের খাসির মাংসের টুকরো
অনেক কথা বলে দিচ্ছে।
আমি সাধু না লোভী নাকি ভণ্ড।
জনগণের পেলে দিব্যি রসনা তৃপ্তি করি।


উনি পুরুষোত্তম জন্মালেন কাল আঁতুড়ঘরে।
সেকি আলোর গরিমা জৌলুশ!
আবির্ভাবের বিচ্ছুরিত আলোয় পৃথিবী বিবশ
ঘরের কোনে কোনে দর্শন প্রসাদ ইথারে তরঙ্গে
আহা কি দেখিলাম, জন্মজন্মান্তরে ভুলিবনা।


ওরা ছিলনা যারা ঘাম ঝরিয়েছিল প্রাসাদ গড়তে
ওদের এখানে আশা নিষেধ অপবিত্র করবে সব।
ওখানে স্থান মহামানব মানবীদের।
আহা কি তেজ তাহাঁদের কি ক্ষমতা প্রদর্শন!
ক্ষুদা তৃষা ঘুচে গেল, জীবন যৌবন হোল সার্থক।