দুরন্ত এক ঝাঁক পায়রা যেন সকালের রোদ্দুরে
মেলে দিয়েছে পাখনা নীল সুমুদ্দুরে
কতদিন যেন দেখেনি এমনতরো সোনা গলানো
ছোট ছোট লালচোখে নীল আকাশ দেখে বেড়ানো
ওরা কি আর কোনদিন মাটিতে ফিরবেনা
ওদের কি আকাশ দেখার ইচ্ছা মরবেনা
ওরা কি শুধুই বকবকমে সুখের কথা বলবে
দুঃখের কথা অতীতটা কী সবটায় ভুলে যাবে?
বাসার ছানা আকাশ পাতাল ভাবে আর ভাবে
ঠোঁটে করে ওরা কখন এনে দেবে
একটি দুটি দানা ভবিষ্যতের পরোয়ানা।


পেটে যে আগুন জ্বলে
আগুন আগুন খিদে মেটায় কিসে! চোখের জলে!
একে একে ঘর বাড়ি মসনদ সব খেয়ে চলেছে
লোক ঠকানো স্বপ্ন বিক্রির কারবার বেড়ে চলেছে
কি যেন ভেবেছে ওরা সবাই
রাম নাকি জন্ম নেবে এদেশে পুনরায়।
এদেশ হবে শস্যশ্যামলা লক্ষ্মী চিহ্নে ভরা জনপদ
তবে হ্যাঁ, তিনি রক্ষা করতে পারেননি ঘরের সম্পদ।
তারপর সেই চিরন্তনী খেলা যুদ্ধই নাকি শেষ সমাধান
অধর্মের হাত ধরে ধর্মের ধ্বজা আকাশে দেবে উড়ান।


একী ছিলাম কোথায়? আর এলাম কোথায়?
আমি যে সুখের পায়রা নিয়ে ছিলাম বচসায়।
ভুল হয়ে গেছে; মাফ করবেন ধর্মাবতার ।
এমন ভুল আর হবেনা বারবার।