''চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির''
কবির বানী এখনো সত্য হলনা।


এ কোন দেশের বাসিন্দা আমরা সবাই
সত্য বলায় বিপদ ঘনায়
চারিপাশ জুড়ে আঁধার ঘিরে ধরে
মিথ্যে মহান মানুষ হেসে খেলে বেড়ায়
সেই মহানের তাল বেতালে সুর বেসুরে
গদ গদ মুখে হাত তালি দিই।
জয় হোক জয় জয়, হোক রাজার জয়।


''চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির''
কবির বানী এখনো সত্য হলনা।


দেখে শুনে চিত্ত উদ্বেলিত হয়;
হঠাৎ দেখি নদী উৎস পানে ধায়।
কঠোর শ্রমের ফসল সুখের পায়রা খায়
গায়ে দিয়ে নামাবলী দোরে দোরে যাই
দুবেলা দুমুঠো ভিক্ষা মেগে খাই।
সরস্বতী চাকরি হারিয়ে কেঁদে বেড়ায়
লক্ষ্মী এখন বন্দী লোহার বাসর ঘরে।
কার্ত্তিক আর গনেশ ফাই ফরমাশ খাটে
কিইবা করবে অসুর দেশের বাজার হাটে।
দুয়ারে মা আসবে আবার, সময়ে ফিরে যাবে
যেমন আঁধার ছিল ঘর ঠিক তেমনি রবে।


''চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির''
কবির বানী এখনো সত্য হলনা।