আকাশের রঙ আজ নীল ছিল
তোমার চোখে সে রঙ ধরা দিল।


যেতে যেতে পথে সূর্য উঠলো লাল কুসুমের মতো
তোমার চুলে সে রঙ লাল আবীর মনে হোল।


হলুদ রঙের শাড়িতে তোমায় এখন বেশ লাগে।
কোথায় চলেছ ইছামতী? মনে হচ্ছে রঙের উৎসব।


আজ পিচ কালো রাস্তাটা ব্যস্ত দিনের মত নয়;
ঠিক বসন্ত বাহারের মতন বিলম্বিত লয়ে চলেছে।
টুপ করে খসে পড়ল নন্দিনীর সামনে
আগুন রঙের একটা ফুল।
ঘাড় উঁচু করে দেখে দেখতে থাকে নিবিষ্ট চিত্তে
শহরের দূষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে,
বিপ্লবী আগুন ফুল ফুটিয়েছে এক বৃক্ষরাজ।
ও এখন আগুন ফুল কুড়িয়ে সন্তর্পণে
আমার দিকে চেয়ে একদৃষ্টে।