সত্যিই একদিন তোর মন খুঁজে নেব।
আমার পাতা ঝরায়
তোর নরম রোদ্দুর খুব দরকার।
তোর ছোট্ট বারান্দায় কত রোদ্দুর
রোজ কত চড়ুই শালিক আসে
আমার ঝরাপাতারা সেখানে ঠায়ই পায়না।


এই হিমেল শীতে
আমি হয়ে গেছি যেন এক আলোকবর্ষ;
পত্রহীন ডালপালা্রা শুন্যে হাত বাড়ায়
যেন আকাশ মুঠোভরে কিছু ভিক্ষা দেবে।
আমার কেমন মন খারাপ করে,
তোর দৃষ্টি কি একবারও পড়েনা।


মনে হয় যেন জন্ম-জন্মান্তরের অভিমান
জমিয়ে জমিয়ে রেখেছিস পাহাড় প্রমান।
এমন হলে, চড়ুই শালিকেরা আর আসবেনা।
দূর থেকে দেখি,আমার সেটা ভালো লাগেনা।
ওরা যে মাঝে মধ্যে শুকনো ডালে এসে বসে।
ওদের শরীরে তখন তোর হৃদয়ের গন্ধ পাই।


সামনে আসছে বসন্ত দিন
নিজেকে পাল্টে নেব সবুজ পাতায়
লাল ফুলে ফুলে আগুন হয়ে যাব।
তখন আর চোখ ফেরাতে পারবিনা।
তোকে আগুন ইশারায় আমন্ত্রন দিয়ে রাখছি।
নন্দিনী তুই আসিস কিন্তু
আমার মনের রঙে রাঙানো ফুল কুড়িয়ে নিতে।