যারা চলে যেতে চায়
তাদের বারন করিনা আটকে রাখিনা
যারা থাকে, থেকে গেল
মানুষের মুখের দিকে চেয়ে চেয়ে,
স্বপ্ন সফল করবার তাগিদে
আমি তাদের দলে রয়ে যাই।
ভুল হোক আর ঠিক হোক
কিছু তো একটা হবেই।


দানবের শ্যেন দৃষ্টিতে সবুজ বনে দাবানল
পোড়া জমিতেই আবার প্রাণ খুঁজে ফিরি
প্রাণ জাগাতেই দুচোখে নতুন করে
মেখে নিই স্বপ্ন কাজল
জানতাম ঘুরে দাঁড়ানো মানেই
প্রতিবাদী আগুন হয়ে যাওয়া।


হয়তো এই মাটির বুক ফুঁড়েই প্রাণ জাগবেই
সবুজ বীজপত্র তবু চোখ মেলেও মেলেনা
আশা ছাড়ি না। ভাবি হয়তো কোন ত্রুটি ছিল
পরেরবার হয়তো ঠিক হবেই হবে।


আবার ... আবার ... গভীর নিরীক্ষণ পর্যবেক্ষণ
জানতাম একবার নিশ্চিত সফল হবই।



*** আজকের কবিতা কবি মনীষা'র সৌজন্যে উৎসর্গীকৃত ।