যেখানে অন্যায় সেখানে রুখে দাঁড়াও
ফুলকি আগুন থেকে দাবানল হয়ে যাও ।
তুমিই তো রূপকার তোমারি তো দান  
পেয়েছ অসহায় মানুষের হৃদয়ে স্থান;
(তাই) আজো তুমি সবাকার বড় প্রিয়জন
মুখে মুখে জয়গান, শেখ মুজিবুর রহমান ।


বুকের ভিতরে রেখে শ্যামলিমা সূর্য
প্রাণে প্রাণে বাজাও যে রণতুর্য।
তোমারই  হাত ধরে আ’মরি  বাংলাভাষা
জগতের মাঝে আজ হয়েছে মহান ।
(তাই) আজো তুমি সবাকার বড় প্রিয়জন
জাতীর জনক শেখ মুজিবুর রহমান ।


আঁখির পলকে শতবর্ষ ফুরায়
স্বপ্নটা এঁকে গেছো সারা দেশময় ।
শত্রু তাড়াতে করো মেঘ গুরুগর্জন
সেই ডাকে জেগেছে আপামর জনগণ  ।
(তাই)আজো তুমি সবাকার বড় প্রিয়জন
বঙ্গবন্ধু তুমি শেখ মুজিবুর রহমান ।