দেখছি কাক পক্ষী এখন বসছে বাড়ির কার্নিশে ।
এই কদিন পারছিলনা। কি যেন প্রচার চলছিল ।
আমি কত ভালো উনি কত খারাপ এমনি কত
এবার বাঙালি যদি হয় হোকনা মন্দ কিসে ?
এতদিন পর সুযোগ যখন এসেছে, করে দিননা।
আরো একজন বলে চলেছে জাগতে রহো ...


হটাত সব্বাই মিলে জনগনের ভালো চাইছে ?
জনগণ আগেও যা ছিল এখনো তাই আছে ,
ভবিষ্যতে হয়তো একই রকম থাকবে ...
হয়তো ভালো থাকার বৃত্ত আরো ছোট হবে ;


হয়তো কম জল পেলেও মানিয়ে নেবে ;
মেয়েটা পাশ করে চাকরি পাবে না ; মেনে নেবে ;
পাশের বাড়ি শতেক সুবিধা থাকতেও আসবে,
নতুন করে বৃষ্টির মতন বর্ষাবে সরকারী আশার্বাদ ।
দুচোখ থাকবে দেখবে ; পড়শীকে ঈর্ষা করতে নেই !
মেনে নেবে । মেনে নিতে নিতে হয়তো একদিন...
ওপারের ডাক আসবে, বিনা চিকিত্সাতে চলে যাবে ;
এক একটা আগুনের ফুলকি এভাবেই হারিয়ে যাবে ।
            তখন যেন শান্তি আসে ঠিক এখন যেমন !
আহ কি শান্তি! শব্দহীন শব্দের কি যে অনুরণন !
শ্মশানে যেমন কবরেও ঠিক তেমন । আহ কি শান্তি !