আমিও শিখছি
কালও শিখেছি আজ শিখছি
বেঁচে যদি থাকি কাল ও শিখব।
ও হাঁ বলে রাখি, যাবার আগে নিশ্চিত শিখব।
যদিও বলে যেতে পারবনা, মৃত্যুর কাছে কি শিখলাম।


গাছ ফুল পাখি
মস্ত বড় পৃথিবী থেকে
তার মানুষ জন নদী পাহাড়
থেকে নিরন্তর শিখছি হাসি কান্নার জীবন পাঠ।
আমি যেন অহঙ্কারে বলতে পারি আজীবনের শিক্ষার্থী।


মায়ের কোলে
বাবার শক্ত হাতটা ধরে
আত্মীয় শিক্ষাগুরুর সাথে মিলেমিশে
বন্ধুদের থেকে নানান কৌতূহলে কত শিখেছি।
নন্দিনীর কাছে শিখে চলেছি জীবনের অনন্য অধ্যায়।


এবার ওরাও শেখাচ্ছে
যারা আমার হাতে শিখেছে।
এটা নয় ওটা নয় এমন করে কর;
আর একটু বেশি শিখতে হয়তো বৃদ্ধাশ্রমে যাব।
শিখতে শিখতে হলুদ বিকেলে হটাত রেখে যাব স্তব্ধতা।