সাতসকালের সুরে ভরা রোদ্দুর ছিল
আকাশ জুড়ে আলোর ঝিলিক ছিল
হালকা মেঘের ঘোরাফেরা ছিল।
কাক কোকিলের ডাক ও ছিল
জীবন জুড়ে কাজের ব্যস্ততা ছিল
আনন্দ অক্ষয় উৎসবের ডাক ছিল।


আটসকালে ঠাণ্ডা বাতাস এলো
আকাশের কালো খামে চিঠি এলো
ঝড়কে সাথে নিয়ে বৃষ্টি মেয়ে এলো।
সাথে ভীষণ বজ্রপাতের খবর ছিল
হটাৎ ব্যস্ত জীবন কেমন থমকে গেল
খুশির মুখে কে'যেন প্রশ্ন রেখে দিল?


নয়সকালে চাষিবউ পান্তা বেড়ে দিল
চিন্তা চাষির মুখটা ফর্সা হয়ে গেল
মাঠের ফসলগুলা এবার বৃষ্টি ভেজা হোল ।
বেশ কিছুদিন ধরে তাঁরা তেষ্টাতে ধুঁকছিল ।
বুক জুড়ে হাহাকারে কে  যেন ভরসা দিল
প্রেমিক তাঁর  প্রেমিকার তরে কাব্য করতে গেল ।


দশসকালে আবার আকাশ ফর্সা হোল
ফনি ভাইয়ের মোরগটা চিৎকার জুড়ে দিল
নিমেরডালে একটা শালিক কাউকে খুঁজে গেল
পাড়ায় পাড়ায় সাঁঝ-সকালের মহড়াতে প্রমান হোল
কবির জন্মদিনটা  বোধ হয় কাছাকাছি এসে গেল
এমনতরো আলোয় কালোয় দিনটা মিশে গেল।


*** আজকের কবিতা কবি ফারহাত আহমেদের সৌজন্যে পেশ করা হোল।


আপনাদের শহর ঢাকায় বৃষ্টি হলে আমাদের শহর কলকাতা ভিজে যায়। আপনি এটা কি জানেন?


আজ আমাদের এখানে বৃষ্টি-মেয়ে দেখা দিয়ে গেছে।