আজকের কবিতা অসমাপ্ত
আজ আর তোমাকে চাঁদহীন আকাশে দেখিনা !
আকাশের ছায়াপথে হেঁটে চলেছে অসংখ্য যাত্রী ;
কারোর মুখে হাসি নেই , বোবার মতো চলেছে
আমার চীৎকারে তারারা কেঁপে উঠল ,
তবু ওরা তেমনই নির্বিকার ।
একধরনের আলট্রাসনিক শব্দ আছে-
ঠিক যেন গোঙানির মতন ,
মৃত্যু খবর আসে যখন আপন জনের
কান্নাটা দলা পাকিয়ে উঠে গলাতে আটকে থাকে।
কারোর পরশ পেয়ে ঝরে যেতে থাকে ;
আগ্নেয়গিরির মতন ঝলকে ঝলকে কান্না উঠে আসে ।
কেমন নিজেকে বোকা মনে হয়।
তাই প্রশ্ন করি নিজেকে ?
''তোর নিজের কান্না কিছু কম,
তুই কি কান্না লুকিয়ে রাত জেগে থাকিস না ?
আলট্রাসনিক শব্দ মাঝে মাঝে বৃষ্টির ধারা হয় ।
আবডাল করে চোখ মুছে নকল হাসিতে ঢাকিস ''।