ছোট্টবেলা মানে
লুকানো কত আলো হাসি গান।
ছোট্টবেলা মানে
জল ঘোলা করি পুকুরে সারাক্ষন।
ছোট্টবেলা মানে
কাকের বাসায় মাঝে মাঝে ডিম চুরি
তারপরেতে কাকের বদলা ঘুরিফিরি।


দুপুর হলেই লাটায় ঘুড়ি
লেত্তি লাট্টুর লড়াই জারি।
ডাণ্ডাগুলি মাতামাতি পায়ে পায়ে টেনিস খেলা
আয় ফিরে আয় সেই আমার ছোট্টবেলা।


হয়তো ফিরে আসবে...
আসলে আসুক সকালবেলার রোদ্দুর নিয়ে আসুক
আমার ছোট্টবেলা। আমার ধুলোখেলা।
আসলে আসুক সবুজ ধানের আল পেড়িয়ে আসুক
ফিরলে ফিরুক শিউলি ফোঁটা গন্ধ নিয়ে ফিরুক
আমার ছোট্টবেলা। আমার ধুলোখেলা।
আয় ফিরে আয় সেই আমার ছোট্টবেলা।


আসলে আসুক আবার নতুন করে
নতুন ছন্দে নতুন গন্ধে ভালবাসার আদর চাদরে।
সন্ধ্যেবেলায় পড়তে বসেই ঘুম চোখেতে আবার।
ঘুমের মধ্যে স্বপ্ন দেখবো রঙিন রূপকথার।
লক্ষ্মীর ভাঁড়ে পয়সা রাখার ছলে
আবার যদি মিলি আচার চুরির দলে
ফিরিয়ে দিতে হবেই আমার হারিয়ে যাওয়া ছোট্টবেলা।


আমার ছোট্টবেলা। আমার ধুলোখেলা।
আয় ফিরে আয় সেই আমার ছোট্টবেলা।