সেই তো আমার মা
যে সকাল সন্ধ্যে থাকে আমার পথের দিকে চেয়ে।
সেই তো আমার মা
যে ঠিক সকালে মিষ্টি মুখে ঘুম থেকে দেয় জাগিয়ে।
সেই তো আমার মা
যে মুখ দেখলেই বুঝতে পারে মন ভালো নেই আজ
সেই তো আমার মা
কোন মন্ত্রে যে বুঝে ফেলে 'খেয়ে নে থাকনা এখন কাজ।'
সেই তো আমার মা
যে বৃদ্ধাশ্রমে যেতে যেতে বলতে পারে 'খোকারে ভালো থাকিস।'
সেই তো আমার মা
যে চোখের জল লুকিয়ে বলে 'তোর সময় হলে আসিস।'
সেই তো আমার মা।
অগাধ ভালবাসা নিয়ে রোদ্দুর হয়ে বলে 'খোকারে উঠে পর'
সেই তো আমার মা।
রাত আদুরে স্নিগ্ধ বাতাস বুলিয়ে বলে 'খোকারে ঘুমো এবার''
সেই তো আমার মা।
হারিয়ে গেছে মা। পাইনা খুঁজে মা। কোথায় আমার মা ?