না চাইতে কত যে দিয়েছ উজাড় করে
             একে একে আমার হৃদয়পুরে।
আলো আঁধারের বাহার দেখি
            সাঁঝ-সকাল জুড়ে শুধুই বৃষ্টি পড়ে।


পাখীর ডাকে ঘুম ভাঙিয়ে এই জীবন জাগালে
চাঁদের আলোয় গান শুনিয়ে পরমাদরে ঘুম পাড়ালে
           তন্ত্রিতে তন্ত্রিতে তোমার সুরে সুরে
           কান্না হাসির মেলবন্ধন আছে জীবন জুড়ে।


যখন আমার নদীর এপার ভাঙে, ওই পারে চর জাগে।
তখনও দেখি তোমারি সে প্রেম ঝরে রাগে অনুরাগে।


তোমার আশার কিরণে রিক্তমনে জাগে সবুজের ঢেউ
আমি জানি আর তুমি জানো, জানেনা আর জগতের কেউ।
           তন্ত্রিতে তন্ত্রিতে তোমার সুরে সুরে
           কান্না হাসির মেলবন্ধন থাকুক জীবন জুড়ে।