বার বার কেন জানি মনে হয়
   তুমি ডাকছ অনেক অনেক দূর থেকে ।
হাজার হাজার বছর ধরে ডেকে চলেছ ।
ডাক দিয়েছ সুদুর নিহারিকাপুঞ্জ থেকে ;
নীল সাগরের সবুজে ঘেরা লবঙ্গদ্বীপ থেকে;
থর মরুভূমির কোন এক মরুদ্যান থেকে ;
ইউফ্রেটিসের তীর ধরে হাঁটতে হাঁটতে...
হাতে পায়ে কি তোমার ভারী শিকল !
পিঠে কি তোমার চাবুকের রক্তাক্ত দাগ !
মালিকের ইচ্ছার বিরুদ্ধে রুখে দাড়ানোর ফসল !


আমি আসছি মাঠ ঘাট পেড়িয়ে
পেশিতে নিয়ে পাহাড়ের অযুত শক্তি ;
আমার রক্তে তাথৈ তাথৈ প্রলয় নাচন ।
মাঝে মাঝে সুনামির মতন ক্রোধ ।
দৃপ্ত পদচারনায় স্পন্দিত হতে থাকে
মৃত্তিকার জঠরে আজন্মের ফুটন্ত লাভা ।
পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিনে
আমাকে রুখে দেবে এমন কে কোথায় ?
বিশ্ব বম্ভান্ডকে জানিয়েছি আমি নিশ্চিত আসছি
প্রিয়তমা স্বাধীনতার কাছে নিজেকে করব সমর্পণ