আমি নারী।
আমি একুশ শতকের নারী!
আমি সামলায় হাড়ি কুঁড়ি,
সন্তান প্রসবিনী, সাথে সাথে রাখি ঘর বাড়ি।
মানে সম্মানে আমিও করি, অফিস কাছারি ।
তবু ও কেন উল্টো হাওয়ায় প্রতিনিয়ত শুনি
মুখ বুজে মেনে নাও, তুমি নিতান্তই এক অবলা নারী।
তখনই আমি প্রতিবাদ করি, আমি একুশ শতকের নারী।
পায়ে পায়ে সূর্যের দিকে, স্থির বিশ্বাসে এগিয়ে যেতে পারি।


আমায় দেখেছ চড়তে পাহাড়,
হিমশীতল সাগরে দিয়েছি সাঁতার।
ট্রাকের রানী জিতেছি সোনা,
রোদ ঝড় বৃষ্টিতে হয়েছে ফসল বোনা ।
তবুও কেন উল্টো হাওয়ায় প্রতিধ্বনি শুনি;
মুখ বুজে মেনে নাও, তুমি নিতান্তই এক অবলা নারী।


তক্ষুনি আমি প্রতিবাদ করি, আমি একুশ শতকের নারী।
পায়ে পায়ে সূর্যের দিকে,
স্থির বিশ্বাসে হেঁটে যেতে পারি।
মিছিলে মিছিলে গলা মেলায় ,
আমরণ অনশনে দিন রাত্রি কেটে যায়।
নিজ অধিকার ফিরে পেতে চাই,
আজো তাই এখনো প্রাণপণে করি লড়াই।
লড়াই থাকবে জারি।
আমি নারী।
আমি একুশ শতকের নারী!