তোমায় ভালোবাসি এবার বাংলায় বলব
নাহ কোন বিদেশী ভাষা ধার করে নয়।
তোমায় ভালবাসি বলে যে কবিতা লিখব
সেখানে থাকবেনা কোন ধার করা শব্দ।
তোমায় ভালবাসি বলে একটা গান গাইব
সু্র তালের ত্রুটিতে না'হয় শুধরে দিও।


তোমায় ভালবাসি বলে একটা ছবি আঁকবো
তুমি আমি সেখানে বাংলায় সাক্ষর করবো।
তোমায় ভালবাসি বলে নদীর কাছে যাবো
একটু একটু করে জীবনের পাঠ শিখে নেবো।
তোমায় ভালবাসি বলে মিছিলে হেঁটে যাবো
বাংলা ভাষা বাঁচাতে বজ্রমুঠিতে আওয়াজ তুলবো।
তোমায় ভালবাসি বলে বৃষ্টিতে ভিজে ভিজে
সেদিনের সেই হারানো সাথীদের স্মরণ করবো।