আমি'র আমিত্বে পৃথিবী অন্ধ
তোমার তুমিতে হয়ে গেলে মগ্ন
তারায় তারায় কি কথা বলে গেল
আকাশে আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ ভগ্ন।


আমার আমি ফুরিয়ে যাই পঞ্চভুতে
ওরা ওরা ফিসফিসিয়ে কি কথা বলে
মুখে মুখে শুধু ভর্ৎসনা শুনেছে আজীবন
তারা তারা রোজ ফুরিয়ে যায় যন্ত্রণা নীলে।


আমি আমার ভেড়ার দল দিব্যি বাঁচি
বছর বছর পাঁচে মিথ্যে নাটকে মেতে উঠি
পাঁজরে পাঁজরে যাহাদের খট মট করে বিপ্লব
তাঁদের তাঁদের শাস্তি সাজায় উপড়ে শক্ত খুঁটি।