প্রতিদিনের মতন আজো এসেছিলাম
তোমার বাড়ির দরজা বন্ধ ছিল ভিতর থেকে
জানালা ও বন্ধ ছিল ।
সকালের রোদ্দুর, বাদল বাতাস, ভোর পাখীর ডাক
সব্বাই একে একে ফিরে গেল।
আমি দীর্ঘকাল ঠাই অপেক্ষায়...


দরজার ঘণ্টা ধ্বনি আমার খুব প্রিয় ছিল।
ইচ্ছা করলেই বাজাতেই পারি বাজালাম না,  
কচুরিপানার মতন জড় হোল প্রশ্ন ???
দরজার কড়া নাড়াতেই পারতাম
হাত পাথরের মতন ভারী, এটাও একটা অজুহাত
দরজা খুলতে ভয় হোল... কিজানি! কি দেখব!


ভাবছিলাম এবার ফিরে যাওয়া উচিত
তা'নাহলে প্রতিমুহূর্তে কৌতূহলী দৃষ্টিতে
প্রতিনিয়ত জেরক্স হয়ে চলেছি।
নাহ আর নয় এবার ফিরে যাওয়া যাক
খুব চেনাশব্দে অতি ক্ষীণস্বর শোনামাত্রই
পা'দুটো বিশ্বাসঘাতকের মতন হয়ে গেল চিরস্থায়ী ।