আজ মেঘের সাথে রোদ্দুরের ভীষণ লড়াই
কখন আকাশের গোমড়া মুখ, কখন রোদের রোসনাই ।
দিনের এমন রুপে মন যে কেমন করে।
সোনার রোদের ঝিলিকে মন, আর থাকেনা ঘরে ।
আজ সকালে আনন্দ উৎসবে অনেকেই আসেনি।
হয়তো অশক্ত শরীরে, ইচ্ছা থাকলে ও আসতে পারেনি।


যারা চলে গেছে এক্কেবারে ঘুমের সে দেশে;
তারাও এসেছিল,কেউ কেউ স্মৃতির ডানায় ভেসে ভেসে।
মানুষেরা চলে যায়, শুধুই কি চলে যায়!
যাবার আগে স্মৃতির খাতায়, অনেক কিছু রেখেও যায় ।
স্মৃতির যত পাতা উল্টে পাল্টে দেখি ;
মুহূর্তরা সব জলছবির মতন, মেঘ সরিয়ে দিচ্ছে উঁকি।
চড়ুই-এর খুঁটে খাওয়া ছবি,রবি নজরুলে গান গাওয়া
তাঁদের গল্প কবিতা শোনা, আরও স্মৃতির খেয়া বাওয়া।
ভাবছ, সত্যি কথা নয়তো এসব শুধুই কথার কথা!
চোখের কোনে এই যে জলের ফোঁটা, সেটাতো নয় মিথ্যে কথা।