তোমার জন্য আমি
আরও একশ বছর বাঁচতে রাজি...
গাছের বাকলের মতন ঝরিয়ে দেব জীর্ণতা
রাতে সমুদ্রের ঢেউ যেমন
সাদা ফসফরাস হাসি হেসে বেলাভুমি ছুঁয়ে যায়।
আমি ঠিক তেমনি করে ফিরতে চাই ।


তোমার জন্য আমি
আরও একশ বছর বাঁচতে রাজি...
গুটিপোকা থেকে যেমন প্রজাপতির নব জন্ম
ঠিক তেমনি করে আমার জন্মের সাক্ষী থেকো
ঝিরঝিরে সজনে গাছের পাতায় যে বাতাস
তাকে বলে দিও ... সে আসছে ভালবাসতে।


তোমার জন্য আমি
আরও একশ বছর বাঁচতে রাজি...
তুমি ছুঁয়ে দিলেই মিশর সভ্যতার প্রাচীনতা ঝরে যাবে
তুমি দেখলেই খনির অন্ধকারে আলো প্রবেশ করবে
তুমি গেয়ে উঠলেই গীতবিতানে গানের ঝঙ্কার
আমার ফুলের বাগানে তখন মল্লিকারা ফুটে উঠবে।


তোমার জন্য আমি
আরও একশ বছর বাঁচতে রাজি...
ঝরা কৃষ্ণচূড়া পথ ধরে না হয় হেঁটে যাব বহুদুর
দুরের পাহাড় হয়তো আরও দুরেই যাবে সরে
ওখানকার নতুন মানুষেরা আমাদের চিনবেনা
আমাদের নীল চোখ দেখে নীলনদের গল্প শুনবে।


তোমার জন্য আমি
আরও একশ বছর বাঁচতে রাজি...
আমরা আকাশের নীলেও হারিয়ে যেতে পারি
পরিযায়ীরা যেমন রাত পেড়িয়ে চলে যায় অন্যদেশে।
বুকের নদীতে যে ঢেউ উঠবে তার স্রোতে ভাসতে পারি
ভালবাসার সঙ্কেত শিলালিপির কোন পাথরের নুড়িতে ।


তোমার জন্য আমি
আরও একশ বছর বাঁচতে রাজি...