কেমন ধীরে ধীরে সব পাল্টে যাচ্ছে
সবুজ থেকে লাল, লাল থেকে গেরুয়া
আকাশের রং কিন্ত নীল রয়ে গেছে ।
চাপা পড়া ঘাস হলুদ থেকে সবুজ,
         দুঃখের রং হয় নাকি ?
হলেও চোখের জলের মতন স্বচ্ছ ।
কান্না ঠিক যেমন ছিল তেমন আছে ...
একটা ভালো দিন আসার কথা ছিল না?
কোথায় সে দিন ? লুকোচুরি খেলছে !
         চিতায় ওঠার আগে আসবে?
আশা করি আসবে, নিশ্চয় আসবে !
এতো মানুষের চাওয়া ভুল হয় নাকি ?
পৃথিবী চাইলে সুনামি হতে পারে ;
এতো মানুষের যখন এতো ইচ্ছা
     দাম্ভিক মূর্তি সরিয়েই ঠিক সূর্য্য উঠবে।