মা বলেছিল
আমি জন্মানোতে তুমি খুশি হওনি।
মাতৃ সদনে দেখা করতে যাওনি।
তোমার একান্ত ইচ্ছে ছিল পুত্র সন্তান।
কতদিন মায়ের সাথে  কথা বলনি।
অজান্তেই আমরা হয়ে গেলাম অবহেলার পাত্রী।
মা নীরব থেকে আড়ালে খুব কাঁদত।
নামকরণে বাবা চেয়েছিল আমার নাম মুক্তি হোক।
আসলে বাবা মুক্তি চেয়েছিল মা কিন্তু আঁকড়ে বাঁচতে চেয়েছিল।
বাবা যত দূরে ঠেলত মা  ততই কাছে টানত।
এই দড়ি টানাটানিতে হয়ে গেল বিবাহ বিচ্ছেদ।
মা আর আমি এবং আমাদের দুজনের নতুন সংসার।
অনেক আলো ছায়া পেরিয়ে পেলাম নদীর কিনারা।
আমি এখন রোদ্দুর ঝলমল করা এক উঠোন।
তুমি হয়ে পড়েছ বিছানায় এলিয়ে পড়া বাঁকা রোদ্দুর ।
অনেক লড়াই এর সাক্ষী সঙ্গী তুমি আমার জীবন ধারাপাতে।
চির জীবন থেকো  আশ্চর্য সূর্য হয়ে ।