হাতের মুঠো খুলে দিলাম যা তুই উড়ে যা
                       সুদূর নীলিমায় ।
সোনার শিকল দিলাম কেটে যা ফিরে যা
                       মন যেখানে চায় ।
কাঠবিড়ালী এই ডাল থেকে ওই ডালে
                    কেমন লাফিয়ে ফেরে ।
দিন ফুরালে সাঝের বেলা সাম্পান খানা
                    বাঁধা ঘাটে ভেড়ে ।
ঠিক তেমনি তারার আলোয় পথ চিনে
                    আসিস আমার ঘরে।
কুন্দ ফুলের মালায় সাজিয়ে নোতুন বেশে
                    নেব আপন করে ।