এবারেও ইলিশেরা ফিরে গেল
নেই ওদের সেই মিঠে জলের আস্তানা ।
এমন রিমঝিম বর্ষা মুখর দিনে
একরাশ হাহুতাশ পূর্বপুরুষের ঠিকানা ।
সবটুকু শুষে নিয়েছে নব্য সভ্যতা
ঝলসেছে লোভী মানুষের চাহিদা আগুনে ।
রুপালি ঝিলিকের দিন ফিরে গেছে
মাঝি শুন্য জালে ফিরে আসে অঙ্গনে ।
ঘটি বাটি নিয়ে যাবে অন্য কোথাও
পৈত্রিক ভিটে গেছে মিটিয়ে দেনার দায়।
ছোট্ট ছেলের প্রশ্নে বাবার হৃদয়ে জ্বর
বাবা এ'বাড়ি ছেড়ে আমরা যাব কোথায় ?