মেঘেরা সব ভেসে বেড়ায়, ওদের বাহন কে?
মেঘ বলল – বাতাস আছে সেই আমাদের বাহন।
নদী বয়ে যায় ধেয়ে, কোন সে সুদুরে, ওদের বাহন কে?
নদী বলল – স্রোত যে আছে সেই আমাদের বাহন।
শব্দরা সব ভেসে আসে সুদূর থেকে, ওদের বাহন কে?
শব্দ বলে – ভাগ্যিস ছিল ইথার তরঙ্গ, ওরায় হোল বাহন।
দেখতে পাই আকাশ নদী পাহাড়, ওদের বাহন কে?
চোখ বলল – ভাগ্যিস আলো ছিল, ওরায় সেই বাহন।
প্রশ্ন কত? তোমার আমার আলো অন্ধকার, জানা অজানায়
না জানলে ক্ষতি হয়, আবার জানতে গেলে পড়তে হয় ।