কাল রাতে ঘুমেরা দেহ ব্যবসায় ব্যস্ত ছিল
শহর ময়দানে খদ্দের পাবার আশায়
আশ্চর্য মৃত মাছের চোখে পলক পড়েনা
ঘুমের ঘরে ব্রিহন্নলাদের শোরগোল।
একরাশ তৃষ্ণা নিয়ে মৃতপ্রায় শহর ধুঁকছিল
বরুনদেব এখন জলক্রীড়ায় ক্লান্ত
কারোর করুণ আর্তনাদে সাড়া দেবেনা
উর্বশীর চোখে বৃষ্টির জলছবি।
বিড়ালের পায়ে পায়ে সকাল হয়েছে
সত্যের সূর্য কে বা কারা চুরি করেছে
তাহাঁদের সবাইকে একবাক্যে চেনে
তাহাঁদের নাম কিন্তু মুখে আনা যাবেনা।

চুল্লিতে দেবার আগেই ওরা আগুনে ভিজেছে
ওদের নতুন করে আগুনে দিওনা
বরং মমি করে রেখে দেওয়া হোক
আগামী নির্বাচনে জিতবার দারুন ব্রহ্মাস্ত্র ।
তবু অভাবের ঘরে ঝুপঝাপ করে প্রেম আসে
হয় পরিচয়, দুজনে দুজনকে চেনে
অন্তরঙ্গ মুহূর্তে মনে পড়ে যায়
চাকরি হারানো মুখগুলো ঝলসে উঠবে
পলাশ বসন্তের দাউদাউ আগুনে।