বাঁচো অরণ্য বাঁচো আরো ঘন ছায়া দাও
বাঁচো কিশলয় বাঁচো আরো সবুজ করো।
বাঁচো অরণ্য বাঁচো আদিগন্ত সব সাজাও
অরণ্যানি জেগে থাকো দাও মেঘকে নিমন্ত্রণ দাও।
রিমঝিমিয়ে নুপুর তালে সে বৃষ্টি ঝরিয়ে যাক।


অরণ্যের কপালে আজ হলুদ চন্দন ফোটা
শঙ্খ বাজাও ধূপের ধোঁয়ায় উলুধ্বনিতে করো বরণ।
তোমার ছোঁয়ায় পৃথিবী হোক আরো মধুময়।
এনে দাও সজল বৃষ্টি আরো আনো ঘন তমসা ছায়া।
থাকো অরণ্য থাকো জীবনকে করো  আনন্দ মূখর।
বাঁচো অরণ্য বাঁচো দিগন্ত সবুজ করে বাঁচো বাঁচাও।