একরাশ আমার আমিত্বে মিশে যায় হলাহল
মনের পবিত্র অমৃতধারা হারিয়ে ফেলে নাব্যতা।
          জানিনা। এটাকে কি বলে সভ্যতা ?
চোদ্দপুরুষ আগে ছিলে দেশ এই সীমানার ওপারে
তাই এই ভূমি তুমি ছাড়, ভুলে যাও সকল সখ্যতা ।
          জানি না। এটাকে কি বলে সভ্যতা ?
এই নদী এই পাহাড় এই মাটি আর এই সংস্কৃতি
তোমাদের নিশ্বাস প্রশ্বাসে হয়েছে কত কলুষিত ।
          জানিনা। এটাকে কি বলে সভ্যতা ?
কেন ? আমরাও তো এই বন্ধ্যা মাটিতে ফসল ফলাই
একসাথে ঝড় বৃষ্টিতে আলো অন্ধকারে থাকি জাগ্রত।
          জানি বন্ধু জানি, এটাই সভ্যতার সত্যতা।
যে সুরে অন্তর্যামীকে অন্তরের  অন্তঃস্থল দিয়ে পূজি
তুমিও তো সেই সাত সুরেই করজোড়ে করো অঞ্জলি ।
            জানি বন্ধু জানি, এটাই সভ্যতার সত্যতা।
পুরনো পাঠ ছেড়ে শিখিয়েছ জীবনের নতুন যাত্রাপথ,
তুমি আমি থাকলেই,পাখীর দু-ডানা আকাশে ছড়াবে ।
            বন্ধু হাত বাড়াও জয় হোক সভ্যতার।