মানুষ চেষ্টা করলে কি না পারে...
চেষ্টা করতে করতে করতে অনেকে ভেঙে পড়ে...
পিছিয়ে যায়... আর চেষ্টা করে না...
কিন্তু কেউ কেউ চেষ্টা করতে করতে এগিয়ে যায়।
হেরে কিছুতেই যায় না।
আমি হেরে যাওয়ার দলে নাম লিখাই না...
লড়ে যাওয়া মানুষটার সাথে থাকি,
যারা অসম লড়াই করতে অগ্রণী।
যারা সদ্য হারিয়েছে মান সম্মান কলম;
যারা যোগ্য অযোগ্য প্রতিবাদে,
অযাচিতভাবে গ্রহণ করেছে সরকারি মোহর।
ঝড় জল বৃষ্টি রোদে অধিকার বুঝে নিতে
ভিজছে পুড়ছে রক্ত ঝরাচ্ছে
কিন্তু লড়াই জারি রাখছে ।
ওদের সাথেই আছে মনে প্রাণে শ্রদ্ধায়।
ওদের এগিয়ে যেতে দেখলেই চিৎকার করে বলি
এগিয়ে যাও। এগিয়ে যাও সাথী ।
তোমরাই পারবে তোমরাই ছিনিয়ে আনবে
এই অন্ধকার রাজ্যে আলোর সূর্যশিখা ।
আমরা আছি তোমাদের সাথে পাশে ...
তোমরাই ফিরিয়ে আনতে পারবে হৃত গৌরব।
এই বাংলা আবার হয়ে উঠবে বিশ্বের মুখ।