সুজন কোথায় আছে, সে ফিরলনা'তো ঘরে
পথ চেয়ে বসে আছি
                   সেই মানুষের তরে।।


রোদ বৃষ্টি নিয়ম করে,উঠানে যায় ঘুরে
ভোরের পাখী সাঁঝের বেলায়
                 আসে আবার ফিরে ।।
(তবু) সুজন আজো ফিরলনা'তো ঘরে।              


নদীর ঢেউ উথাল পাথাল, মন যে কেমন করে
ঈশান কোণে মেঘ জমেছে
                      মাঝি ভেড়ায় তরী তীরে।।
(তবু) সুজন আজো ফিরলনা'তো ঘরে।            


যাবার সময় বলে গেল, আসব ফিরে ঘরে
তাই কি অভিমান বুকে ছিল
                     তাই ফেরেনি ঘরে ।।
(তবু) সুজন আজো ফিরলনা'তো ঘরে।  


মাটির মানুষ সুরের মানুষ, গাওনা বাঁশির সুরে
দরাজ গলায় ঝুমুর শোনাও
                     তোমায় জগত খুঁজে ফেরে।।
(তবু) সুজন আজো ফিরলনা'তো ঘরে।  



* কালিকাপ্রসাদ স্মরনে   ও


কৌশিক সোমের সৌজন্যে আজকের কবিতা  উৎসর্গ ।